Wednesday, June 25, 2008

হিমেলের চ্যালেঞ্জ


দর্শক মনে রাখবে, দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন থাকতে পারবো এরকম কাজই আমাকে বেশি টানে। নায়িকা হতে হবে এরকম ধ্যান-ধারণা নিয়ে অভিনয় করি না। আমি অভিনয় করতে চাই, ভাল ভাল গল্পনির্ভর নাটকে কাজ করতে চাই এবং অবশ্যই ভাল অভিনেত্রী হিসেবে নিজের একটা অবস্থান তৈরি করতে চাই। কথাগুলো বললেন এটিএন তারকা এবং টিভি অভিনেত্রী হিমেল।

তিনি আরও বলেন, যখন যে নাটকে অভিনয় করি সিরিয়াসভাবেই করি। অনেক যত্ন নিয়ে করি। আমার ভাবনায় কেবল অভিনীত চরিত্রটিই থাকে। যে জন্য হয়তো আমার চরিত্রটি একটু হলেও দর্শকদের দৃষ্টি কাড়ে। এ প্রসঙ্গে হিমেল আরও বলেন, সম্প্রতি এটিএন বাংলায় প্রচার শেষ হয়েছে আমার অভিনীত ধারাবাহিক নাটক অচিন পাখি । এই নাটকে চোরের বউয়ের ভূমিকায় অভিনয় করে ব্যাপক সাড়া পেয়েছি।

অনেক মানুষের প্রশংসাও শুনেছি। সত্যি বলতে ভাল লাগে এরকম ভিন্নধর্মী গল্পের নাটকে অভিনয় করতে। উল্লেখ্য, চলতি সময়ে হিমেল অভিনীত দীর্ঘ ধারাবাহিক নাটক ময়ূর বাহন চ্যানেল ওয়ানে প্রচার চলতি রয়েছে। নাটকটি নির্দেশনা দিয়েছেন রুলীন রহমান। হিমেল বলেন, ময়ূর বাহন-এ আমি যাত্রার নায়িকার ভূমিকায় অভিনয় করেছি।

এই চরিত্রটি একটু অন্য ধরনের। আমার জন্য খানিকটা চ্যালেঞ্জিংও। আমি বড় একটি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি এ চরিত্রটিকে। তারপরও ভেবেছি কাজটি করব। শেষ পর্যন্ত করেছি। আমার বিশ্বাস, অচিন পাখির মতো ময়ূর বাহনের আমার চরিত্রটিও দর্শকদের দৃষ্টি কাড়বে। উল্লেখ্য, প্রচার চলতি ময়ূর বাহন ছাড়াও হিমেল কাজ করছেন তিনটি নতুন ধারাবাহিকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, দিবেন্দু উদাসের পরিচালনায় ১৩ পর্বের একটি নাটকের শুটিং সম্প্রতি শেষ করেছি। নাটকের শুটিং সম্পন্ন হয়েছে সিলেটে। পাথর নামে ওই নাটকটিতে আমি উপজাতি মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। এই নাটকটিও গতানুগতিক ধারার বাইরে একেবারেই ভিন্নধারার গল্পের নাটক।

রুলীন রহমানের পরিচালনায় শূন্য মন্দিরে নামের একটি ধারাবাহিকে সম্প্রতি শুটিং করেছি। জুয়েল মাহমুদের নতুন একটি ধারাবাহিকে আগামী মাস থেকে শুটিং শুরু করবো। অভিনয়কে ঘিরে কি ধরনের স্বপ্ন নিয়ে এগোচ্ছেন- এমন প্রশ্নের জবাবে বলেন, প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে। আর স্বপ্ন নিয়েই মানুষ বেঁচে থাকে। আমিও অভিনয় নিয়ে স্বপ্ন দেখি। ভাল একজন অভিনেত্রী হবো আপাতত এটুকুই বলছি।

বাকিটুকু কাজ করেই প্রমাণ করতে চাই। নাটকের বাইরে চলচ্চিত্র এবং বিজ্ঞাপন নিয়ে ভাবনা? বললেন, কিছুদিন আগে রাঁধুনীর একটি বিজ্ঞাপনে মডেল হয়েছি। পছন্দ মতো পণ্যের বিজ্ঞাপন হলে কাজ করতে আপত্তি নেই। চলচ্চিত্র নিয়েও একই বক্তব্য আমার। যদি ব্যাটে-বলে মিলে, আমার অভিনয়ের সুযোগ থাকে তাহলে অবশ্যই চল

No comments: